Google photos বিনামূল্যে ছবি এবং ভিডিও স্টোরেজ সার্ভিস বন্ধ।

গুগল ফটোজ কি?

গুগল মাত্র পাঁচ বছর আগেই তাদের Google photos অ্যাপ চালু করেছিলো। যেটা ভার্চুয়াল স্টোরেজ হিসেবে কাজ করে। গুগল ড্রাইভের মতোই এখানেও নিজের সকল প্রকার ফটো এবং ভিডিও আপলোড করে রাখা যায়।

তবে গুগল ড্রাইভ প্রত্যেককে 15 জিবি স্টোরেজ করে প্রদান করে।

আর গুগল ফটোজ আনলিমিটেড স্টোরেজ প্রদান করে থাকে। এজন্য Google photos এর চাহিদাও অনেক বেশি।

আর দিন দিন এই চাহিদা সামাল দেওয়া গুগলের পক্ষে অনেক কষ্টসাধ্য হতে যাচ্ছে।

কি পরিমাণ ছবি Google photos এ আপলোড হয়?

সম্প্রতি এক বিবৃতিতে জানা যায়, এ পর্যন্ত গুগল ফটোজে 4 ট্রিলিয়নের বেশি ফটো সঞ্চয় করা হলে হয়েছে।

আর প্রতিদিন প্রায় 28 বিলিয়ন ছবি এবং ভিডিও এখানে আপলোড করা হয়।

০১ জুন থেকে গুগল ফটোজের ফ্রি স্টোরেজ বন্ধ।

আর এজন্যই গুগল কর্তৃপক্ষ একটি নিউজে জানাই যে, গুগল তাদের এই সেবাটিতে আংশিক পরিবর্তন করতে যাচ্ছে।

আর সেটা হলো Google photos এ আনলিমিটেড ফ্রি স্টোরেজ দেওয়া হবে না।

তবে বিনামূল্যে 15 জিবি স্টোরেজ প্রদান চালু থাকবে। আর এই সেবাটি বন্ধ হবে আগামী 1 জুন 2021 তারিখ থেকে।

এক্ষেত্রে আগে 1 তারিখের আগে থেকেই যদি 15 জিবির বেশি ফটো আপনার স্টোরেজে আপলোড করা থাকে। সেক্ষেত্রে ফটো গুলো ডিলেট হবেনা।

কিন্তু আগের মতো হাইকোয়ালিটি ফটো আর পাবেন না।

এজন্য সময় থাকতেই ফটো গুলো ডাউলোড করে নিজের ফোন মেমোরি বা পিসিতে সংরক্ষণ করে রাখুন।

বেশি স্টোরেজ পাওয়ার জন্য গুগল ওয়ান থেকে সার্ভিস কিনতে হবে। এজন্য 15 জিবির বেশি স্টোরেজ পাওয়ার জন্য মাসে নির্দিষ্ট আকারে পেমেন্ট করা লাগবে।

গুগল ওয়াণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিমাসে 100 জিবি স্টোরেজের জন্য 2$ থেকে শুরু করে পেমেন্ট করার সার্ভিস চালু আছে।

তথ্যসূত্রে,

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।